আড়াই শতাংশ কর্মী ছাঁটাই করবে কোয়ালকম
চলমান অর্থনৈতিক অনিশ্চয়তা ও বাজারের প্রতিবন্ধকতাগুলো কাটিয়ে উঠতে কোম্পানিকে পুনর্গঠনের দিকে হাঁটছে কোয়ালকম। এরই ধারাবাহিকতায় ক্যালিফোর্নিয়ায় ১ হাজার ২৫৮ কর্মী ছাঁটাইয়ের পরিকল্পনা নিয়েছে মার্কিন সেমিকন্ডাক্টর কোম্পানি কোয়ালকম। খবর এনগ্যাজেট।
খবরে বলা হয়, কোম্পানির ৫০ হাজার কর্মচারীর মধ্যে প্রায় ২ দশমিক ৫ শতাংশ কর্মীকে ছাঁটাই করা হবে। এর মধ্যে বেশির ভাগ কর্মী ছাঁটাই করা হবে কোম্পানিটির সান দিয়েগো ও সান্তা ক্লারা অফিস থেকে। ৭৫০ জন ইঞ্জিনিয়ারিং টিম থেকে কিছু অংশ এবং বাকিরা প্রযুক্তি ও অ্যাকাউন্টিং বিভাগ থেকে ছাঁটাই হচ্ছে।
প্রতিষ্ঠানটির আয়ের মূল উৎস স্মার্টফোন। আর সাম্প্রতিক দিনগুলোয় বিশ্বব্যাপী স্মার্টফোন খাতে উল্লেখযোগ্য পতন দেখা গেছে। চলতি অর্থবছরে কোয়ালকমের আয় ১৯ শতাংশ কমতে পারে বলে পূর্বাভাস দিয়েছে প্রতিষ্ঠানটি।
কর্মী ছাঁটাইয়ের প্রক্রিয়া চলতি বছরের ডিসেম্বরের মাঝামাঝি সময়ে শুরু হবে।
ডিবিটেক/বিএমটি







